ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পড়াশুনার চাপে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ কমেছে শিশু- কিশোরদের

প্রকাশিত : ১০:৩৭, ২৯ জুলাই ২০১৬ | আপডেট: ১২:০৭, ২৯ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

একটা সময় ছিল, যখন নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতো দেশের বেশির ভাগ শিশু- কিশোর। কিন্তু গেলো এক দশকে নানা কারণেই সে বাস্তবতা পাল্টেছে। পড়াশুনার চাপ আর নানা কারণে প্রায় সবার মধ্যেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ যেমন কমেছে, কমেছে সে সুযোগও। আর এই শূণ্যতাকে কাজে লাগিয়েই তরুণদের বিপথগামী করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গানে গানে শিশুরা যেন পৌঁছে যায় ভিন্ন এক জগতে। আর তাদের সুরের মুর্চ্ছনায় সৃষ্টি হয় ভিন্ন এক আবেশ। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই সমবেত গানে মুখর দেশের সবচেয়ে পুরোনো এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি । পাশাপাশি নাচ আর ছবি আঁকায় বিভোর শিশুরা। সংস্কৃতি চর্চার আনন্দের পাশপাশি মানষিকতার সঠিক বিকাশে এর প্রয়োজনীয়তার কথা বললেন অভিভাবকেরা। তবে পারিপার্শ্বিক নানা কারণে প্রতিনিয়ত শিশু ও অভিভাবকদের মধ্যে সংস্কৃতি চর্চার আগ্রহ কমছে বলে মনে করেন কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটির সাথে জড়িত এই মানুষটি। দেশের প্রবীণ এই শিক্ষাবিদ মনে করেন, জঙ্গিবাদের মতো সংকট মোকাবেলায় শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রযোজন। একই সাথে শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলার কোন বিকল্প নেই বলেও মত তার ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি