ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

মুসলিমরাও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেকোন কাজে ঝাঁপিয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন হিলারি ক্লিনটন

প্রকাশিত : ২১:৪১, ৩০ জুলাই ২০১৬ | আপডেট: ২১:৪১, ৩০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঐতিহাসিক আখ্যায়িত করেছেন ইরাক যুদ্ধে দেশের জন্য আত্মাহুতি দেয়া এক মার্কিন মুসলিম সৈনিকের বাবা। ডেমোক্রেটিক সম্মেলনের বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের মুসলিম প্রবেশাধিকার বন্ধ নীতির সমালোচনা করেন কাইজর খান। আর যুক্তরাষ্ট্রের মুসলিমরাও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে যেকোন কাজে ঝাঁপিয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন হিলারি ক্লিনটন। এভাবেই নিহত মার্কিন সেনা সদস্য হুমায়ুনের বিরত্বের বর্ণনা করছিলেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এরপরই বক্তব্য দিতে আসেন কাইজর খান। কিছুটা অভিযোগের সুরেই বল্লেন, ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্য তার নিহত ছেলের প্রতি অসম্মানের। পাকিস্তান থেকে ১৯৮০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জামান কাইজার। মার্কিন নাগরিক হওয়ার সুযোগ তার জীবনের অন্যতম প্রাপ্তি বলেও উল্লেখ করে তিনি। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প’র নির্বাচনী প্রচরণাকে বিভক্তির কৌশল হিসেবে দেখছেন নিহত ক্যাপ্টেন হুমায়ুনের পিতা। তিনি মনে করেন, মুসলিম প্রবেশ বন্ধ করে দেয়া হলে তার ছেলের মত অনেক বীর সৈনিককে হারাবে যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি