ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ধানমন্ডি আবাসিক এলাকা থেকে সরিয়ে নিতে হবে

প্রকাশিত : ১৮:১১, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১১, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ধানমন্ডি আবাসিক এলাকা থেকে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে হাই কোর্টের দেওয়া রায় সর্বোচ্চ আদালতেও বহাল রয়েছে। ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা দুটি লিভ টু আপিল জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ খারিজ করে দেন। ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে ধানমন্ডির দুই বাসিন্দা ২০১১ সালের হাই কোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে  দ্বৈত বেঞ্চ রুলের পাশাপাশি ধানমন্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তবর্তী নিষেধাজ্ঞা দেয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালে রায়ে দেন হাইকোর্ট। রায়ে ধানমন্ডি আবাসিক এলাকা থেকে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নিতে রাজউকের প্রতি নির্দেশ দেন আদালত। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ম্যাপললিফ ও দক্ষিণ সিটি করপোরেশন আলাদাভাবে লিভ টু আপিল করে, যা শুনানী শেষে খারিজ করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে বেধে দেয়া তিন বছরের মেয়াদও পার  হয়ে যাওয়ায় দ্রুতই, ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে হবে বলে জানান আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি