ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বিপথগামীরা যাতে জঙ্গীবাদের বিস্তার ঘটাতে না পারে সেজন্য সবাইকে সচেতন ও সোচ্চার থাকাতে প্রধানমন্ত্রীর আহবান

প্রকাশিত : ১৪:৩১, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ২০:০৩, ৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বিপথগামীরা যাতে ইসলামের বদনাম করে জঙ্গীবাদের বিস্তার ঘটাতে না পারে সেজন্য সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর আশকোনায় পবিত্র হজ্জ্ব কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মাটিতে সন্ত্রাস ও জঙ্গীবাদের জায়গা হবেনা। আগামী কাল থেকে শুরু হয়ে হজ্জ্ব ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এবার বাংলাদেশ থেকে পবিত্র হজ্জ্ব পালন করতে যাচ্ছেন ১ লাখ ১ হাজার ৭’শ ৫৮ জন। রাজধানীর আশকোনায় হাজিক্যাম্পে পবিত্র হজ্জ্ব কার্যক্রম ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে আগের চেয়ে হজ্জ্ব পালনের সুযোগ বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে বিপথগামী কিছু মানুষ, ইসলামের বদনাম করছে ধর্মের নামে জঙ্গীবাদ সৃষ্টি করে। এদের ব্যাপারে সোচ্চার ও সচেতন থাকার আহবান জানান তিনি। দেশে যাতে সন্ত্রাস ও জঙ্গীবাদের সৃষ্টি না হয়,সেজন্য হজ্জ্বযাত্রীদের দোয়া করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। পরে হজ্জ্বযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি