ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সাভারে তুরাগ নদীতে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৪:৪৫, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদীতে নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পুলিশ জানায়, মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে নৌকায় করে ৩০ জনের একটি দল পিকনিক করতে বিরুলিয়া যায়। বিকেলে তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন মিজানুর রহমান ও মিনহাজ। রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মৃতদেহ উদ্ধার করে। নদীতে প্রবল স্রোতের কারণে তাদের দূরে ভাসিয়ে নিয়ে যায় বলে জানায় পুলিশ। ঘটনার পর নৌকার মালিক ও মাঝিকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি