ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

বিএনপির পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

প্রকাশিত : ১৫:৫৭, ৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:০২, ৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কাউন্সিলের প্রায় ৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। শনিবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুমোদিত কমিটি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিটিতে দলের নীতি নির্ধারণী ফোরাম- স্থায়ী কমিটিতে নতুন জায়গা পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। স্থায়ী কমিটি থেকে বাদ পড়েছেন সারোয়ারি রহমান এবং শামসুল ইসলাম। এছাড়া, ৭৩ সদস্যের উপদেষ্টামন্ডলি, ৩৫ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। জাতীয় নির্বাহী কমিটিতে নতুন মুখ একশ’ ১৩ জন। কমিটি ঘোষণার পর মির্জা ফখরুল বলেন, এই কমিটি ইতিবাচক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত ১৯ শে মার্চ দলের ৬ষ্ঠ কাউন্সিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পূর্নাঙ্গ কমিটি ঘোষনার দায়িত্ব দেয়া হয়। এরপর কয়েক ধাপে দলের মহাসচিব, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষনা করা হয়। শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মন্ডলির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। দলের সর্বোচ্চ নীতি নির্ধারনি স্থায়ী কমিটির ১৭ সদস্যের নাম ঘোষনা করা হয়। নতুন কমিটিতে চমক বলতে আমীর খসুরু মাহমুদ এবং সালাউদ্দিন আহমেদ এর অর্ন্তভুক্তি। ১৯ সদস্যের কমিটির ১৭ জনের নাম ঘোষনা করা হয়েছে। বাকী দুজনের নাম পরে জানানো হবে। এছাড়াও ৭৩ জন উপদেষ্টা, ৩৫ ভাইস চেয়ারম্যান, ৭ যুগ্ম-মহাসচিব এবং নতুন পরাতন মিলিয়ে ২৯৩ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়। পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই কমিটি রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি