মাটির ব্যাংক তৈরি করে জীবিকা নির্বাহ করছেন পাল সম্প্রদায়ের মানুষেরা, দাদন ব্যবসায়ীরা লাভবান হলেও ভাগ্য ফেরেনি পালদের
প্রকাশিত : ১১:৩৪, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩৪, ৮ আগস্ট ২০১৬
গাজীপুরের উল্টাপাড়া এলাকায় কয়েক দশক ধরে মাটির ব্যাংক তৈরি করে জীবিকা নির্বাহ করছেন পাল সম্প্রদায়ের মানুষেরা। মূলত দাদন নিয়েই এই পেশা টিকিয়ে রেখেছেন পালরা। এতে দাদন ব্যবসায়ীরা লাভবান হলেও ভাগ্য ফেরেনি পালদের। তারপরও পূর্ব পুরুষদের পেশা আঁকড়ে ধরে দিন বদলানোর চেষ্টা করছেন তারা।
কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রাম, পাল সম্প্রদায়ের ৫০টি পরিবার ধরে রেখেছেন পূর্বপুরুষের পেশা।
কয়েক দশক ধরে পালরা বানাচ্ছেন মাটির ব্যাংক। বাড়ির পুরুষ, গৃহবধূসহ পরিবারের সদস্যরা সবাই সমানতালে হাত লাগান এই কাজে। কিন্তু দাদন ব্যবসায়ী ও মধ্যসত্ত্বভোগীদের দাপটে দিনরাত পরিশ্রম করেও ভাগ্য ফেরাতে পারছেন না তারা। তার ওপর প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পালরা।
মৃৎশিল্প রক্ষায় বাজার ব্যবস্থাপনাসহ আর্থিক প্রণোদনা দেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
স্বল্প ও দীর্ঘমেয়াদে ঋণ সুবিধা পেতে স্থানীয় প্রশাসন এগিয়ে আসবে বলে আশা করছেন পালরা।
আরও পড়ুন