ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বিশেষ রঙের রিকশা ও শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালু হচ্ছে আজ

প্রকাশিত : ১৩:৩৯, ১০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৩৯, ১০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় আজ  থেকে বিশেষ রঙের রিকশা ও শীতাতপ নিয়ন্ত্রিত বাস সেবা চালু হচ্ছে। গুলশান রেস্তোরায় হামলার পরে কাকলী, বনানী ও গুলশান এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়। জনগণের চলাচলের সুবিধার্থে এবং গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করতে এ সিদ্ধান্ত নেয় সরকার। প্রথম দফায় ১০টি বাস নিয়ে চালু হলেও ২০ আগস্টের মধ্যে আরও ১০টি বাস যোগ হবে। শীতাতপনিয়ন্ত্রিত এসব বাসের যেকোনো দূরত্বের ভাড়া ১৫ টাকা। এছাড়া এসব এলাকায় বিশেষ রঙের ৫শ’ রিকশা চলবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি