সিরিয়ায়ার ২লক্ষ ৫০হাজার মানুষের চিকিৎসা সেবা দিতে ওবামার হস্তক্ষেপ কামনা করেছেন শহরটির চিকিৎসকরা
প্রকাশিত : ১৫:০৪, ১১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:০৪, ১১ আগস্ট ২০১৬
সিরিয়ায় আলেপ্পো শহরের প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসা সেবা দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হস্তক্ষেপ কামনা করে চিঠি লিখেছেন শহরটির চিকিৎসকরা।
১৫ জন চিকিৎসকের স্বাক্ষর সম্বলিত ওই চিঠিতে বলা হয়, গেলো মাসে ৪২টি চিকিৎসাকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি হাসপাতাল। চিঠিতে সতর্ক করে বলা হয়, যে হারে হামলা চালানো হচ্ছে, তা চলতে থাকলে এক মাসের মধ্যে চিকিৎসা দেয়ার মতো কেউ থাকবেন না। আলেপ্পোর আকাশে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণার আহ্বানও জানান তারা। এরই মধ্যে আলেপ্পোতে ত্রাণবহর পৌঁছানোর সুবিধার্থে দৈনিক তিন ঘণ্টা করে বিমান হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া।
আরও পড়ুন