ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

গ্যাস সংযোগ দেওয়া হবে না বাসা-বাড়িতেঃ অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬:৪৭, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৫৪, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

বাসা-বাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, গ্যাস দিয়ে ডাল-ভাত রান্নার কোনো মানে হয় না। গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহারের ধারা থেকে সরকার বেরিয়ে আসছে বলেও মন্তব্য করে অর্থমন্ত্রী। দেশের উৎপাদিত গ্যাসের ১২ শতাংশই ব্যবহার হয় গৃহস্থালি কাজে। বাসাবাড়িতে গ্যাস অপচয়ও হয় দেদারছে। স্থলের গ্যাসের মজুদের কথা বিবেচনায় নিয়ে ২০০৯ সাল থেকেই আবাসিক গ্যাস সংযোগ একরকম বন্ধই রেখেছে সরকার। জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবসের সেমিনারে উঠে আসলো আবাসিক গ্যাস সংযোগের প্রসঙ্গ। আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী জানালেন, গ্যাসের যা মজুদ আছে তা সামান্যই। এ অবস্থায় গৃহস্থালিতে গ্যাস ব্যবহারের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রী। সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানী ও খণিজসম্পদ বিষয়ক উপদেষ্টা জানান, তেল, গ্যাস ও খণিজসম্পদ অনুসন্ধানে উদ্যোগ নিচ্ছে সরকার। গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মানে প্রাধান্য দেয়া হচ্ছে বলেও জানানো হয় সেমিনারে।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি