বঙ্গবন্ধুর ও তাঁর পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি
প্রকাশিত : ১৬:৩৮, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ১৪ আগস্ট ২০১৬
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মস্বীকৃত খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে ছাত্রলীগ।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা বলেন, জাতির পিতার পলাতক খুনীদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতিকে পুরোপুরি কলংকমুক্ত করতে হবে। মানববন্ধন শেষে এ দাবিতে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছে ছাত্রলীগ।
আরও পড়ুন