আগ্রাবাদে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৮:১৫, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৫, ১৬ আগস্ট ২০১৬
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত আগ্রাবাদে।
মঙ্গলবার বিকেলে আগ্রবাদের বাদামতলীতে স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফসহ সভায় যোগ দেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মো. আফসারুল আমিন। স্মরণ সভায় বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ে তুলতে, মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারাও আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন