সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন
প্রকাশিত : ১৮:১৪, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৪, ১৬ আগস্ট ২০১৬
চট্টগ্রাম থেকে জঙ্গীবাদসহ সব ধরণের সন্ত্রাসী কর্মকান্ড দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে আইন শৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন বলেন বন্দর নগরী থেকে জঙ্গিবাদ, মাদক, যানজটসহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান করতে সবাইকে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহবানও জানান তিনি। সভায় জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুমিনুর রশিদসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন