মারজানের বিষয়ে কোন দায় নেবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
প্রকাশিত : ১৮:১৩, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৩, ১৬ আগস্ট ২০১৬
গুলশান হামলার সন্দেহভাজন মাস্টারমাইন্ড মারজানের বিষয়ে কোন দায় নেবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তরা জানান, নুরুল ইসলাম মারজান আরবি বিভাগের শিক্ষার্থী হলেও দ্বিতীয় বর্ষের পর পুনঃভর্তি না হওয়ায় তার ছাত্রত্ব নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির ২০১৫ সালের ফেব্র“য়ারী থেকে উধাও হয়ে মারজান। এরপর তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি বলে জানিয়েছে সহপাঠীরাও। গুলশান হামলায় জড়িত সন্দেহভাজন মারজানের তথ্য পাওয়া পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিষয়ে অনুসন্ধান চালায়।
আরও পড়ুন