ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ইংল্যান্ডের ফুটবলার জোলেয়ন লেসকটের জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:০৭, ১৬ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:০৭, ১৬ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের সাবেক ফুটবলার জোলেয়ন লেসকট। জাতীয় দল ও ক্লাব পর্যায়ে খেলে ব্যাপক সুনাম অর্জন করেছেন। ইংলিশ সিটি বার্মিংহামে এই ফুটবলারের জন্ম ১৯৮২ সালের ১৬ই আগস্ট। অন্য দশজন ইংলিশ শিশুর মত শিুশু বয়েসে খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ ছিল লেসকটের। ছেলে আগ্রহ দেখে তাঁর বাবা-মা সহযোগীতার হাত বাড়িয়ে দেন। প্রথমে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় এবং পরে বিভিন্ন প্রতিযোগীতামূলক ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে থাকেন। অল্প সময়ে সুনাম ছড়িয়ে পড়ে তার। এরপর আ পেছনে তাকাতে হয়নি। পেশাদার ফুটবলে নাম লেখাতে একটু সময় নেন। ২০০০ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করেন ওউলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ইয়ুথ একাডেমির হয়ে। মাত্র দুই মৌসুমের ব্যবধানে ক্লাবের সেরা তরুণ খেলোয়াড়ের মর্যাদা পান। ২০০৬ সালে ইংলিশ ক্লাব এভারটনে নাম লেখান ৫ মিলিয়ন পাউন্ডে। এই ক্লাবের হয়ে খেলেন ২০০৯ সাল পর্যন্ত। মাঝে ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তিনি পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে। সেখানে পাঁচ মৌসুম খেলেন তিনি। ম্যান সিটিকে দুটি লিগ শিরোপা, একটি এফএ কাপ ও একটি লিগ কাপ জেতাতে গুরুত্বপূর্ণ রাখেন লেসকট। গত মৌসুমে যোগ দেন অ্যাস্টন ভিলা। বর্তমানে অ্যাস্ট ভিলার হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের হয়েও সমান তালে খেলেছেন লেসকট। শুরুটা বয়স ভিত্তিক দলে। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে সুযোগ পান জাতীয় দলে। আর জাতীয় দলের হয়ে ২০০৭ সালে প্রথম মাঠে নামে। ২০১৩ সালের পর অবশ্য জাতীয় দলের হয়ে খেলা হয়নি। তবে, আরো দীর্ঘদিন ফুটবলের সাথে নিজেকে জড়িয়ে রাখতে চান লেসকট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি