ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

পাসপোর্ট আবেদনে দেখাতে হবে এনআইডির মূল কপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ১৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

এখন থেকে পাসপোর্টের আবেদন করার সময় আবেদনকারীর মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে। অন্যথায় পাসপোর্টের আবেদন গ্রহণ করবে না বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

সম্প্রতি এক অফিস আদেশে দেশের সব অফিসগুলোকে বিষয়টি অবগত করা হয়েছে। বুধবার থেকে আদেশটি কার্যকর করা হয়েছে। আগে পাসপোর্টের আবেদনের জন্য সত্যায়িত করা দুইকপি এনআইডির ফটোকপি জমা দিতে হত। এটির পাশাপাশি এখন মূল কপি প্রদর্শনের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের একাধিক পরিচালক জানায়, এনআইডির ফটোকপি জমা দিলে এটি আসল নাকি নকল তা যাচাই-বাছাইয়ের সুযোগ থাকে না, জালিয়াতির সম্ভাবনা থাকে। তাই নতুন এই নিয়ম চালু হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি