১১০ মিটার হার্ডলসের স্বর্ণ জিতল ক্যারিবিয়ানরা
প্রকাশিত : ১১:২০, ১৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২০, ১৭ আগস্ট ২০১৬
রিও অলিম্পিকে ট্র্যাকে কর্তৃত্ব অব্যাহত রেখেছে জ্যামাইকা। ১০০ মিটার পুরুষ ও নারী উভয় ইভেন্টে স্বর্ণ জেতার পর ১১০ মিটার হার্ডলসের স্বর্ণও গেছে ক্যারিবিয়ান দেশটিতে। জ্যামাইকার ওমর ম্যাকলয়েড হার্ডলসে শ্রেষ্টত্ব দেখিয়েছেন। এদিকে, এগারতম দিন শেষে ২৮টি স্বর্ণসহ ৮৪টি পদক নিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে। আর ১৯টি স্বর্ণসহ ৫০টি পদক নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ও ১৭টি স্বর্ণসহ ৫১টি পদক নিয়ে চীন তৃতীয় অবস্থানে রয়েছে।
পুরুষদের ১১০ মিটার হার্ডলয়ে স্বর্ণ জিতেছেন জ্যামাইকার ওমর ম্যাকলয়েড। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ন এই প্রতিযোগীতায় ১৩ দশমিক শুন্য পাঁচ সেকেন্ড সময় নিয়ে সাফল্য তুলে নেন এই জ্যামাইকান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওরলান্ডো ওরতেগা জিতেছেন রৌপ্য। ওরতেগা সময় নিয়েছেন ১৩ দশমিক ১৭ সেকেন্ড সময়। এছাড়া ফ্রান্সের দিমিত্রি বাসকেউ ১৩ দশমিক দুই চার সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।
পুরুষদের ৬৬ কেজি ওজন শ্রেনীর গ্রেকো রোমান কুস্তি ইভেন্টে প্রথম সার্বিয়ান হিসেবে স্বর্ণ জিতেছেন ড্যাভল স্টিফানেক। দূর্দান্ত নৈপূন্য দেখিয়ে তিনি সাফল্য তুলে নেন। এই ইভেন্টে রৌপ্য জয় করেন আর্মেনিয়ার মাইগ্রান আরুত্রিনিয়ান। আর ব্রোঞ্জ জিতেছেন জর্জিয়ার সামাগি ভোল্কভাজি ও আজারবাইজানের রাসুল চুনায়েভ।
মেয়েদের ফ্লোর এক্সারসাইজ জিমন্যাস্টিকে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সিমোন বাইলস। এই পদক জয়ে রেকর্ড চারটি পদক জিতলেন এই অ্যাথলেট। ১৫ দশমিক নয় ছয় ছয় পয়েন্ট নিয়ে স্বর্ণ নিজের করে নেন ১৯ বছর বয়সী এই তরুনী। বাইলসের অনুশীলন পার্টনার আলী রাইসম্যান এই ইভেন্টে রৌপ্য জয় করেন। আর ইংল্যান্ডের অ্যামি ট্রিংকেল জিতেছেন ব্রোঞ্জ।
ছেলেদের জিমন্যাস্টিক প্যারালাল বারে নিজের দ্বিতীয় স্বর্ণ জিতেছেন ইউক্রেইনের ওলেগ ভার্নিয়েভ। ১৬ দশমিক শুন্য চার এক পয়েন্ট অর্জন করে দর্শকদের করেন এই অ্যাথলেট। এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল লিইভা রৌপ্য ও রাশিয়ার ডেভিড ভেলায়েভিস্কি ব্রোঞ্জ পদক জয় করেন।
আরও পড়ুন