জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবাসিক হলের দাবীতে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট
প্রকাশিত : ১৬:০৩, ১৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:০৩, ১৭ আগস্ট ২০১৬
আবাসিক হলের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরোনো ঢাকার কেন্দ্রিয় কারাগারের জমিতে হল নির্মাণের দাবী তাদের। গত ১৭ দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে সাধারন ছাত্রছাত্রীরা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করবে তারা।
হল নির্মানের দাবীতে আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকেই প্রেসক্লাবের সমানে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। ফলে প্রেসক্লাবের সামনে প্রায় ৩ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ গত ১০ বছর ধরে প্রশাসন নানা আশ্বাস দিলেও হল নির্মানের কাজই শুরু হয়নি। তাই পুরোনো কেন্দ্রিয় কারাগারের জমিতে আবাসিক হল নির্মানের দাবী তাদের।
প্রায় ৩ ঘন্টা অবস্থানের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশ্বাস দিলে অবস্থান ধর্মঘট তুলে নেয় তারা।
দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচীর ঘোষনা করা হয়।
আরও পড়ুন