ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

চলতি বছরের হজে অতিরিক্ত কোটা আদায়ে ধর্ম মন্ত্রণালয় অনীহা দেখাচ্ছে: হাব

প্রকাশিত : ১৬:২৪, ১৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৬:২৪, ১৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চলতি বছরের হজে অতিরিক্ত কোটা আদায়ে ধর্ম মন্ত্রণালয় অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ করেছে হজ এসোসিয়েশন অব বাংলাদেশ- হাব। সরকারি ব্যবস্থাপনায় হজ্জ্ব পরিচালকের দূর্নীতি এবং নানাবিধ অনিয়মের কারণে ১১টি ফ্লাইট বাতিল হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া সৌদি আরব সরকারের বিশেষ বিবেচনায় অনুমোদিত ১১ হাজার কোটায় অপেক্ষমান হজ্জ্বযাত্রীদের প্রেরণের দাবি জানিয়েছে হাব। গেল ৮ আগস্ট থেকে চলতি বছরের হজ্জ্ব ফ্লাইট শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র হজ্জ্ব। তবে এক সংবাদ সম্মেলনে হজ্জ্ব পরিচালনা কর্তৃপক্ষের অনিয়মের কারণে ইতোমধ্যে ১১ টি ফ্লাইট বাতিল হয়েছে, এমন অভিযোগ তুলেছে হজ্জ্ব এসোসিয়েশন অব বাংলাদেশ। সরকারি ৪ হাজার ৮শ কোটা বন্টনে ধীরগতি ও অনিয়মের কারণে হজ্জ্ব ব্যবস্থাপনায় বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মনে করছেন হাবের সভাপতি। মাহরাম, মোয়াল্লেম ও প্রতিস্থাপন নিয়ে সৃষ্ট সংকট সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবার দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি