ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তা সচিব হলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রশাসনের পাঁচ কর্মকর্তা অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হলেন। ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে থাকা এই পাঁচজনকে পদোন্নতি দিয়ে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে এই কর্মকর্তারা সচিব হলেন।

পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর পৃথক দুটি আদেশে তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়।

এরা হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. কামাল উদ্দিন তালুকদার।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো. আকরাম-আল-হোসেন ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. মোশারফ হোসেন।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি