ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:০৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকালে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এই জানান।

শেখ হাসিনা বলেন, জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি। তাঁর কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেন নরেন্দ্র মোদিও। তিনি শেখ হাসিনাকে আসছে ২৮ সেপ্টেম্বরের জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান।

দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দুই প্রতিবেশি দেশ পরস্পরের ভাগ্যন্নয়নে কাজ করছি। বাংলাদেশ-ভারত দুই দেশ সমৃদ্ধির পথে দুই দেশ এগিয়ে যাবে।

/ এআর /   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি