ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ইংলিশ চ্যানেল সাঁতরে পাড়ি দেয়া প্রথম বাঙালি ব্রজেন দাস

প্রকাশিত : ১১:৪২, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪২, ১৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

প্রথম বাঙালি হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতরে পাড়ি দিয়ে দুনিয়াজুড়ে হৈ চৈ ফেলে দেন ব্রজেন দাস। মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া মুন্সীগঞ্জের এ কীর্তিমান সাঁতারুকে দেয়া হয় কিং অব চ্যানেল উপাধি। প্রথমবার চ্যানেল পাড়ি দেয়ার ৫৮ বছর পূর্তিতে ব্রজেন দাসের সহধর্মিনী কথা বলেন একুশে টেলিভিশনের সঙ্গে; প্রতিভাবান সাঁতারু গড়ে তুলতে সরকারের প্রতি আহবান জানান তিনি। বলা হয়ে থাকে, সাঁতারু ব্রজেন দাস নাকি ঘুমেও সাঁতারের স্বপ্ন দেখতেন । ভারতীয় উপমহাদেশের কয়েকজন সাঁতারু অনেক চেষ্টার পরও পাড়ি দিতে পারেননি ইংলিশ চ্যানেল। ব্রজেনদাস একাই ৬ বার পাড়ি দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দেন বাঙ্গালি অসম্ভবকে সম্ভব করতে জানে। ১৯৫৮ সালের ১৮ আগস্ট ফ্রান্স উপকুল থেকে শুরু করে, পর দিন বিকেলে ইংল্যান্ড তীরে এসে পৌছান তিনি। শুধ তাই নয় বিখ্যাত এ সাঁতারু একাধারে ৪৮ ঘন্টা সাঁতার কেটে গড়েন নতুন রেকর্ডও। দেশী-বিদেশী অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়ে বাঙ্গালি ও বাংলাদেশকে গৌরবের-চূড়ায় টেনে তোলেন ব্রজেন দাস। স্বপ্ন দেখতেন, বাংলার তরুণরা সাঁতার থেকে ছিনিয়ে আনবে বিশ্ব সেরা সব সাফল্য। পহেলা জুন ১৯৯৮ সালে না ফেরার দেশে পাড়ি জমান ব্রজেন দাস। তার সাফল্য-গাঁথার প্রেরণা নিয়ে হাজারো ব্রজেন দাস জন্ম নেবে, এমনটাই স্বপ্ন তার পরিবারের সদস্যদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি