ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

মাকালকান্দি গণহত্যা দিবস আজ

প্রকাশিত : ১১:২২, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:২২, ১৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আজ মাকালকান্দি গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রত্যন্ত হাওর অঞ্চলের মাকালকান্দি গ্রামে মন্দিরে মনসা পূজা চলছিল। পূজা চলা অবস্থায় নির্বিচারে শতাধিক হিন্দু নর-নারীকে একই সঙ্গে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। এসময় তারা জ্বালিয়ে দেয় শতশত ঘরবাড়ি। শহীদদের স্মরণে গ্রামবাসী এ গ্রামে প্রতিষ্ঠা করেছে স্মৃতিসৌধ। তবে সরকারি উদ্যোগে ওই গ্রামে স্মৃতিসৌধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দেয়ার দাবি জেলা মুক্তিযোদ্ধা সংসদের। একই সাথে যুদ্ধাপরাধীদের বিচার এবং ওই গ্রামে হত্যাযজ্ঞের ঘটনায় নিহত ও আহতদের নাম মুক্তিযুদ্ধাদের তালিকায় স্থান দেয়ার ও দাবি মাকালকান্দি গ্রামবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি