ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

সরকারীভাবে দেরীতে চাল সংগ্রহ, ঠাকুরগাঁয়ের কৃষকরা বিপাকে

প্রকাশিত : ১১:৪৮, ১৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৪৮, ১৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

এবছর সরকারীভাবে দেরীতে চাল সংগ্রহ শুরু করায় বিপাকে পড়েছেন ঠাকুরগাঁয়ের কৃষকরা। দফায় দফায় ধানের দাম বাড়ালেও এর কোন সুফল পাচ্ছেন না চাষীরা। বছরের শুরুতে বোরো মৌসুমে পাকা ধান কৃষকরা বিক্রি করেন কম দামে। এরপর জুনে সরকারীভাবে ধান সংগ্রহ করা হলেও বন্যার কারণে পিছিয়ে পড়ে এর কার্যক্রম। বর্তমানে পুরোদমে সংগ্রহ চলছে তবে কৃষকদের কাছে নেই পর্যাপ্ত ধান। ঠাকুরগাঁয়ে বোরো মৌসুমের ধান সংগ্রহ শুরু হয়েছে। ৩১ আগষ্ট সরকারী চাল ক্রয়ের সময় নির্দিষ্ট করে দেয়ায় হাটবাজারে দফায় দফায় বেড়েছে ধানের দাম। কিন্তু গোলাশুণ্য থাকায় এর কোন সুফলই পাচ্ছেন না চাষীরা। জানুয়ারী-ফেব্র“য়ারীতে বোরো মৌসুমে কম দামে পাকা ধান বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। তাদের অভিযোগ, ধান যখন পাকা থাকে, তখন খাদ্য বিভাগ তা কেনে না। গোলাশুন্য হলেই ধান কেনার ঘোষণা দেয় সরকার। অপরদিকে সরকারের অভিযান সফল করতে চাল সরবরাহের সময় বাড়ানো দাবি চালকল মালিকদের। ধান কাটা ও মাড়াইয়ের সময় সরকারিভাবে ধান-চাল কেনা শুরু করা হলে কৃষক ন্যায্য মূল্য পাবেন বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। সঠিক সময়ে ন্যায্যমূল্যে সংশ্লিষ্ট বিভাগ ধান-চাল সংগ্রহ করবে, এমনটাই দাবি কৃষকদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি