দুই ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে তথ্য মন্ত্রণালয়
প্রকাশিত : ১১:৩১, ১৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১৩, ১৯ সেপ্টেম্বর ২০১৮

তথ্য মন্ত্রণালয় দুই ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, জঙ্গিবাদ-আগুন বোমা ও সন্ত্রাসবাদ এবং তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে তথ্য মন্ত্রণালয়।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ, অস্বচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক ও নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার দুটি বড় ধরনের সন্ত্রাসের মুখোমুখি হয়। এক: সন্ত্রাস ও জঙ্গিবাদ। যা দেশব্যাপী ছড়িয়ে পড়ছিল। দ্বিতীয়ত : দেশ বিদেশে দেশবিরোধী তথ্যসন্ত্রাস।
তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার দেশে-বিদেশে যখন উন্নয়ন ও দেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চলছিল তখন তথ্য মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী এমপি প্রমুখ।
/ এআর /
আরও পড়ুন