সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে জার্মানী
প্রকাশিত : ১১:৩১, ২০ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৩১, ২০ আগস্ট ২০১৬
রিও অলিম্পিক ফুটবলে মেয়েদের ফাইনালে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে জার্মানী।
প্রথমার্ধ গোল গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দু’দলই। ৪৮ মিনিটে জার্মানীকে এগিয়ে নেন ফরোয়ার্ড মারোজান। আর ৬২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন সুইডিশ ডিফেন্ডার লিন্ডা সিমব্রান্ট। সেই সাথে ২-০ তে এগিয়ে যায় জার্মানী। ৬৭ মিনিটে সুইডেনের হয়ে ফরোয়ার্ড স্টিনা গোল করে ব্যবধান কমান।
আরও পড়ুন










