আশিয়ান সিটির আবাসিক প্রকল্পকে বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ
প্রকাশিত : ১০:৩৭, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:৩৭, ২২ আগস্ট ২০১৬
রাজধানীর উত্তরার দক্ষিণখান মৌজায় আশিয়ান সিটির আবাসিক প্রকল্পকে বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
সোমবার সকালে রাষ্ট্রপক্ষ এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। এসময়ের মধ্যে আশিয়ান সিটির ওই প্রকল্পের কোনো প্রকার বিজ্ঞাপন, প্লট বিক্রি ও কোনো ক্রেতার কাছ থেকে অর্থগ্রহণ করা যাবে না।
আরও পড়ুন










