ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে মোনাকো
প্রকাশিত : ০৯:১৪, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৪, ২৪ আগস্ট ২০১৬
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের প্লে-অফ ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে মোনাকো।
প্রথমার্ধে পর্বের ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলো মোনাকো। আর ফিরতি পর্বের ম্যাচেও ১-০ গোলের জয় পেয়েছে তারা। মোনাকোর মাঠ স্টাডে লুইসে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধের খেলায় গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় দুদল। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য বেদে ব্যর্থ হয় তারা। নির্ধারিত খেলার শেষ মুর্হুতে ম্যাচের একমাত্র গোলটি করেন মোনাকোর ডিফেন্ডার ফাবিনহো। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করে মোনাকো।
আরও পড়ুন










