ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

হবিগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত : ০৯:৫১, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৫১, ২৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক বিরোধের জের ধরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গেলো রাতে ধর্মগড় ইউনিয়নের বীরসিংহপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সৌদি প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম, মেয়ে শারমীন ও প্রতিবেশী শিমুল মিয়া। এ ঘটনায় ঘাতক শাহ আলমকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শাহআলম দেশে এসে সে জানতে পারে, ভাবী জাহানারা বেগম তার পাঠানো টাকা থেকে বঞ্চিত করেছে স্ত্রী সন্তানকে। এতে ক্ষিপ্ত হয়ে জাহানারার ওপর হামলা চালান তিনি । এসময় জাহানারাকে বাঁচাতে তার মেয়ে শারমীন, ছেলে সুজাত ও প্রতিবেশী শিমুল এগিয়ে আসলে তারাও আহত হয়। জাহানারা ঘটনাস্থলেই এবং শারমীন ও শিমুল হাসপাতালে নেযার পথে মারা যায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি