ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায়ে নৌ শ্রমিকদের ধর্মঘট চলছে

প্রকাশিত : ০৯:৫৪, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৫৪, ২৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায়ে সারাদেশে নৌ শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে চট্টগ্রাম, খুলনা ও নারায়ণগঞ্জসহ সারাদেশের নৌ পরিবহন ব্যাবস্থা অনেকটাই অচল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে বরিশালে গতকাল রাত থেকে ছোট লঞ্চ চলাচল করছে। দাবী পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। মজুরি বাড়ানোয় তেল পরিবহনকারী ট্যাংকার শ্রমিকেরা এ কর্মসুচীতে না থাকলেও যাত্রীবাহী লঞ্চ, পণ্যবাহী লাইটার জাহাজের শ্রমিকেরা এই কর্মসূচি পালন করছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি