ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন সরকারের মন্ত্রী ও তারেক রহমানের জড়িত থাকার ব্যাপারে সন্দেহ নেইঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:১২, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:১২, ২৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

একুশে আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও তারেক রহমানের জড়িত থাকার ব্যাপারে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অস্বচ্ছল এবং নিহত সাংবাদিকদের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ’সব কথা বলেন। প্রধানমন্ত্রী জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহবান জানান। গণমাধ্যমকে গঠনমূলক ও শিক্ষনীয় সমালোচনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু সমালোচনার জন্য সমালোচনা করা ঠিক নয়। বেসরকারি  টেলিভিশন চ্যানেল গুলোকে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে নীতিমালা মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি