ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

পাকিস্তানকে ৪৪ রানে হারিয়েছে ইংল্যান্ড

প্রকাশিত : ০৯:২৫, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:২৫, ২৫ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ডিএল পদ্ধতিতে পাকিস্তানকে ৪৪ রানে হারিয়ে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড। সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন আজহার আলী। আর ৫৫ রান এসেছে সরফরাজের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নামলে ৩৪ ওভার শেষে বৃষ্টির জন্য আধা ঘন্টা খেলা বন্ধ থাকে। ৩৪ দশমিক ৩ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৯৪ রান। আর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৫১ রান। আর সেই সাথে ৪৪ রানে জয় নিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি