ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

পুরাতন কারাগারের স্থানে জাদুঘর নির্মাণের দাবিতে মানব বন্ধন

প্রকাশিত : ১৯:০০, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৯:১৭, ২৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জাতীয় চার নেতা এবং বঙ্গবন্ধুর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে, পুরাতন কারাগারের স্থানে জাদুঘর নির্মাণের দাবিতে মানব বন্ধন করেছে, পুরান ঢাকার বিভিন্ন সংগঠন। পুরাতন ঢাকায়, নতুন প্রজন্মের বাসিন্দাদের সুস্থভাবে চলাফেরা করার তেমন সু-ব্যবস্থা নেই। এখন, যখন একটু হাফছেড়ে বাঁচবার সুযোগ তৈরী হয়েছে, তখন একটি মহল শপিং মল ও বিশ্ববিদ্যালয়ের হল নির্মানের চক্রান্ত করে যাচ্ছে। এসব, স্থাপনা নির্মাণ করা হলে, তা প্রকৃত পক্ষেই এই এলাকার পরিবেশকে নষ্ট করবে। তাই, প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি মতে, কারাগারের জায়গায় পার্ক ও জাদুঘর নির্মান করার অনুরোধ জানানো হয়, মানব বন্ধন থেকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি