ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

বৈশ্বিক তুলা উৎপাদন কমবে আগামী মৌসুমে

প্রকাশিত : ১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৩৩, ২৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

আগামী মৌসুমে বৈশ্বিক তুলা উৎপাদন কমবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ-ইউএসডিএ’র পূর্বাভাস অনুযায়ী ২০১৬-১৭ মৌসুমে বিশ্বব্যাপী মোট ১০ কোটি ১৬ লাখ বেল তুলা উৎপাদন হতে পারে।  যা জুলাই মাসে দেয়া পূর্বাভাসের চেয়ে ১০ লাখ বেল কম। ২০১৬-১৭ মৌসুমে বিশ্বব্যাপী ২ কোটি ৯৭ লাখ হেক্টর জমিতে তুলা আবাদের পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। যা ২০১৫-১৬ মৌসুমের চেয়ে ৩ শতাংশ কম এবং ১৯৮৬-৮৭ মৌসুমের পর সর্বনিম্ন। ২০১৬-১৭ মৌসুমে হেক্টরপ্রতি ৭৪৫ কেজি করে তুলা উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি। ইউএসডিএ’র পূর্বাভাস অনুযায়ী ২০১৬-১৭ মৌসুমে ভারতে ২ কোটি ৭০ লাখ বেল, পাকিস্তানে ৮০ লাখ বেল এবং ব্রাজিলে ৬৬ লাখ ৫০ হাজার বেল তুলা উৎপাদন হতে পারে। আর ২০২০ সালে বৈশ্বিক তুলা উৎপাদন ১৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার বেলে উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি