ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ঝালকাঠিতে ২ বিচারককে হত্যার ঘটনায় জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত : ১৪:০৭, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০৭, ২৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঝালকাঠিতে দুই বিচারককে বোমা মেরে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জেএমবি সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। এ সংক্রান্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার  নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির জেলা জজ আদালতের দুই বিচারক সোহেল রহমান ও জগন্নাথ পাড়েকে বোমা মেরে হত্যা করে  জেএমবি সদস্যরা। এ ঘটনায় ২০০৬ সালের ২৯ মে জেএমবির শীর্ষ সাত নেতাকে মৃত্যুদণ্ড দেয়। ২০০৭ সালের ২৯ মার্চ আসাদুল ইসলাম বাদে বাকি ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার। রায় কার্যকর করার পর ওই বছরের ১০ জুলাই আসাদকে গ্রেফতার করে পুলিশ। পরে আসাদ আপিল বিভাগের মৃত্যুদণ্ড রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দায়ের করেন।  আজ আপিল বিভাগ ওই রিভিউ পিটিশন খারিজ করে এ রায় দেয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি