ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

পদ্মার পানি বিপদসীমার কাছে, তলিয়ে গেছে বাড়িঘর, ডুবে গেছে ফসলের মাঠ

প্রকাশিত : ১৫:৩০, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ২৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ফারাক্কার বাধ খুলে দেয়ার প্রভাবে পদ্মার পানি এখন বিপদসীমার কাছে। গেল ২৪ ঘন্টায় নদীর কূল ছাপিয়ে চাপাইনবাবগঞ্জের অনেক এলাকার বাড়িঘর তলিয়ে গেছে।  ডুবে গেছে ফসলের মাঠ।  রাজবাড়ীতে পদ্মার তীব্র স্রোতে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। নিরাপদে সরে যাচ্ছে নদী পাড়ের মানুষেরা। সীমান্তের ওপারে ফারাক্কা বাঁধের ১০৯টি গেটের প্রায় সবগুলোই এখন খোলা। এ অবস্থায় গত কয়েকদিন ধরে পদ্মার পানি বেড়েছে। গেল ২৪ ঘন্টায় চাপাইনবাবগঞ্জের সুন্দরপুর, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার অনেক এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি। সেই সঙ্গে ক্ষতি হয়েছে ফসলের। রাজবাড়িতে পদ্মার স্রোতে নতুন করে ভাঙ্গণ বেড়েছে। নদীগর্ভে বিলীনের আশংকায় বেড়িবাঁধের আশপাশ থেকে অনেক পরিবার মালামাল নিয়ে নিরাপদের সরে যাচ্ছেন। ঝুকির মধ্যে রয়েছে সদর উপজেলার উড়াকান্দা মিয়াবাড়ী, মোল্লাবাড়ী, লালগোলা এলাকার স্কুলসহ বেশ কিছু স্থাপনা। ভাঙ্গন ঠেকাতে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজন স্কুলে আশ্রয় নিয়েছেন। পর্যাপ্ত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত মানুষেরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি