ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

ভারতের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত : ১৩:৩২, ২৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:৩২, ২৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪৫ রানের বড় স্কোর দাঁড় করায় ক্যারিবিয়রা। ওপেনিং জুটিতেই আসে ১২৬ রান। ৭৬ বলে সেঞ্চুরি করেন ইভিন লুইস। আর ৭ ছক্কা ও ৬ চারে ৭৯ রান করেন জনসন চার্লস। জবাবে অল্প রানেই রাহানে ও বিরাট কোহলি ফিরে গেলেও রোহিত শর্মার সঙ্গে জুটি গড়েন লোকেশ রাহুল। রোহিত ৫৪ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন। ৪৬ বলে সেঞ্চুরি তুলে নিয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চরির রেকর্ড গড়েন লোকেশ রাহুল। শেষ পর্যন্ত রাহুলের অপরাজিত ১শ’ ১০ রানের পরও শেষ ওভাবে ব্রাভোর বুদ্ধিমত্তার কাছে হার মানে মহেন্দ্র সিং ধোনির ভারত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি