ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

পদ্মার পানি কমতে শুরু করেছে বিভিন্ন জেলায়, বেড়েছে রাজবাড়িতে

প্রকাশিত : ১৪:১৩, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৮, ২৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

পাবনা, কুষ্টিয়া ও রাজশাহীতে পদ্মার পানি কমতে শুরু করেছে। তবে রাজবাড়িতে পানি বেড়েছে। কয়েক জায়গায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। এদিকে শুকনো মৌসুমে ফারাক্কা বাঁধ খুলে রাখার দাবি জানিয়েছে পদ্মাপাড়ের মানুষ। ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় গত কয়েকদিন পদ্মার পানি বাড়লেও এখন অবস্থার উন্নতি হয়েছে। পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুম ছাড়াও অন্য সময়ে ফারাক্কার বাধ খুলে রাখলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। শরীয়তপুরে থামছে না পদ্মার ভাঙ্গন। পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন। এরই মধ্যে উপজেলার কলমিরচর ও নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকায় শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। একই অবস্থা রাজবাড়ীতেও, ফারাক্কার পানি প্রভাবে পানি বেড়েছে এ অঞ্চলের পদ্মার পানি। গেল কয়েকদিনে নদী গর্ভে চলে গেছে কয়েকশত বসতবাড়ি। রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার কিছুটা নিচে প্রবাহিত হচ্ছে। আর গেল ৩দিনে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি না বাড়লেও অপরিবর্তিত আছে। চলতি সপ্তাহে ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মায় পানি বেড়ে প্লাবিত হয় পদ্মাবেষ্টিত এলাকাগুলো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি