ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

সিটিসেলের কাছে সরকারের পাওনা ৪৭৭ কোটি টাকা, ২ মাসের মধ্যে পরিশোধের নির্দেশ

প্রকাশিত : ১৪:২০, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ০৮:৫৩, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

দেশের প্রথম মোবাইল ফোন কোম্পানী বাংলাদেশ টেলিকম সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। দুই কিস্তিতে তিন মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। গেল ১৭ই আগস্ট সিটিসেলকে  লাইসেন্স বাতিলের ১ মাসের নোটিশ দেয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। নোটিশের জবাব দেয়া পর্যন্ত সিটিসেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে হাইকোর্ট যে আদেশ দেয়, এর বিরুদ্ধে বিটিআরসির করা আবেদন নিস্পত্তি করে পাওনা ৪৭৭ কোটি টাকা আগামী তিন মাসের মধ্যে দুই কিস্তিতে পরিশোধের নির্দেশ দেয় আপিল বিভাগ। ৪৭৭ কোটি টাকা ছাড়াও প্রতিদিন ১৮ লাখ টাকা করে পাওনা বিটিআরসির। এসব টাকা পরিশোধ করলেই সিটিসেল কতৃপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। গেল ২২ আগস্ট হাইকোর্ট বেঞ্চ বিটিআরসির পক্ষ থেকে সিটিসেলকে দেয়া শোকজ নোটিশের সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি