ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

আগাম টিকেট বিক্রির ১ম দিনে প্রায় সবাইই টিকেট পেয়েছেন

প্রকাশিত : ১৪:১৯, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:১৯, ২৯ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঈদুল আজহা উপলক্ষ্যে রেলের আগাম টিকেট বিক্রির প্রথম দিনে প্রায় সবাইই টিকেট পেয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর বাড়ি যাওয়ার টিকেট পেয়ে খুশি যাত্রীরা। কালোবাজারি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ছিলো কমলাপুরে। রেল মহাপরিচালক জানিয়েছেন, ঈদ উপলক্ষে ট্রেনের ইঞ্জিন ও কোচ বাড়ানো হয়েছে। রাখা হয়েছে ৭ জোড়া বিশেষ ট্রেন। আবারও ঈদ ! আবারও যেতে হবে বাড়ি! দিতে হবে দীর্ঘ পথ পাড়ি! তাইতো কমলাপুরে টিকেট প্রত্যাশীদের দীর্ঘ প্রতীক্ষা। আজ দেয়া হলো ৭ আগস্টের টিকেট। বিক্রির নির্ধারিত সময় সকাল ৮টার আগে থেকেই কাউন্টারের সামনে দীর্ঘ সারি। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতেই এই কষ্ট। আর প্রত্যাশিত টিকেট পেয়ে ভুলে গেলেন সব কষ্ট। নারীদের জন্য এবারও একটি আলাদা কাউন্টার বরাদ্দ ছিলো। সেখানেও দীর্ঘ সারি। ঈদের বিশেষ টিকেট বিক্রি দেখতে এসে রেলের মহাপরিচালক জানান, ঈদ যাত্রার সব প্রস্তুতিই নিয়েছে রেলওয়ে। প্রতিদিন প্রায় ৪৮ হাজার টিকেট দেয়া হবে বলেও জানান তিনি। কালোবাজারি বন্ধে সার্বক্ষণিক নজর রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩০ আগস্ট দেয়া হবে ৮ সেপ্টেম্বরের টিকেট। ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের এবং ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের টিকেট বিক্রি হবে।  ২সেপ্টেম্বর ১১ সেপ্টম্বরের টিকেট বিক্রির মধ্য দিয়ে শেষ হবে রেলওয়ের ঈদের বিশেষ টিকেট বিক্রি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি