ঢাকা, রবিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের জঙ্গীদের সঙ্গে আইএস এর যোগসূত্র থাকতে পারে: মন্তব্য জন কেরির

প্রকাশিত : ০৮:৫০, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ০৮:৫০, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশে আইএস নেই, তবে এখানকার জঙ্গীদের সঙ্গে আইএস এর যোগসূত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ঢাকায় সংক্ষিপ্ত সফরে ব্যস্তদিন কাটানোর পর সংবাব সম্মেলনে একথা বলেন তিনি।  বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত ও দুদেশের আনুষ্ঠানিক বৈঠকসহ অন্যান্য কর্মসূচিতে অংশ নেয়ার পর সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য তুলে ধরেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির প্রশংসা করে তিনি।  বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাস্ট্রের বন্ধুত্ব অটুট থাকবে। পারস্পরিক সহযোগিতাও অব্যাহত থাকবে। সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গী হামলার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে সরাসরি আইএস এর কার্যক্রম নেই। তবে আইএস বা আন্তর্জাতিক জঙ্গী সংগঠনের সঙ্গে এদেশীয় জঙ্গীদের যোগসূত্র থাকতে পারে। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পারস্পরিক তথ্য আদান প্রদান জরুরী বলে মনে করেন জন কেরি। এর আগে সকালে ঢাকা পৌছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বিমান বন্দর থেকে সরাসরি ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িটিও ঘুরে দেখেন জন কেরি। এ সময় দর্শনার্থী বইয়ে বঙ্গবন্ধুকে অনন্য সাধারন এক নেতা উল্লেখ করে জন কেরি লেখেন বঙ্গবন্ধুর দেখানো সমৃদ্ধির পথেই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে তার কন্যা শেখ হাসিনা। একই কথা একাধিক টুইটেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন জন কেরি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি