গরু পালনে ব্যস্ত সময় পার করছেন, কুমিল্লার পশু খামারিরা
প্রকাশিত : ০৯:১৮, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:১৮, ৩০ আগস্ট ২০১৬
কোরবানির ঈদ সামনে রেখে গরু পালনে ব্যস্ত সময় পার করছেন, কুমিল্লার পশু খামারিরা। খামারীদের স্বার্থ রক্ষায় ভারতীয় গরু আমদানি বন্ধ রাখার দাবি জানিয়েছেন খামারিরা। এবার গরু মোটা তাাজাকরনের ঔষুধ ব্যবহার না করায় দেশি গরুর চাহিদা বেশী হবে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ বিভাগ।
গ্রামাঞ্চলের এমন কোনো বাড়ি পাওয়া যাবে না, যেখানে গরুর খামার নেই। একই অবস্থা কুমিল্ল জেলায়ও। কুমিল্লাসদর, চান্দিনা, সদর দক্ষিন, চৌদ্দগ্রামসহ পুরো জেলায় প্রায় দুই হাজার ৬শ ১৭ জন খামারি কোরবানির পশু পালন করছেন।
হাটবাজারে এসব পশুর চাহিদাও থাকে বেশ ভালো। আর তাই দিন রাত পরিশ্রম করে গরু, ছাগল, মহিষগুলোকে তৈরী হরা হচ্ছে কোরবোনির হাটের জন্যে।
তবে কোরবানির আগে কিছু মৌসুমী পশুব্যবসায়ী লোভে পড়ে পশুর দেহে ক্ষতিকারক মোটাতাজাকরনের ঔষধ ব্যবহার করে- বলে অভিযোগ খামরিদের। এছাড়াও ভারত থেকে অবৈধ পথে কোরবানির পশু না আনার দাবি তাদের।
কোরবানীর বাজারে দেশীয় গরুর চাহিদা ভালো হবে জানিয়ে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পশু আমদানির বিষয়ে কর্র্তৃপক্ষের নজরদারি চেয়েছেন ।
এবছর কুমিল্লায় খামারেই মজুদ আছে ৩ লাখ ৭৫ হাজার গরু- ছাগল- মহিষ। এছাড়া পারিবারিক পর্যায়ে লালন পালন করা হচ্ছে আরো প্রায় ৮০ হাজার পশু।
আরও পড়ুন










