ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঈদে ট্রেনের আগাম টিকিট নিতে কমলাপুর রেলস্টেশনে রাতভর যাত্রীদের অপেক্ষা

প্রকাশিত : ০৯:৫৫, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৫৫, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঈদে ট্রেনের আগাম টিকিট নিতে কমলাপুর রেলস্টেশনে রাতভর অপেক্ষায় ছিলেন যাত্রীরা। প্রথমদিনের তুলনায় দ্বিতীয় দিনের টিকিট প্রত্যাশির সংখ্যা কয়েকগুন বেশি। বাড়ি ফেরার কাংখিত টিকিটের জন্য গতকাল সন্ধ্যা থেকে স্টেশনে ভিড় জমান তারা। কেউ কেউ বন্ধুদের নিয়ে আড্ডা, কেউ গান শুনে আবার কেউবা প্ল্যাটফর্মে কাগজ বিছিয়ে ঘুমিয়ে পার করেন পুরোটা রাত। দ্বিতীয় দিনে দেয়া হচ্ছে ৮ সেপ্টেম্বরের টিকিট। এছাড়া তৃতীয় দিনে দেয়া হবে ৯ সেপ্টেম্বর; চতুর্থ ও পঞ্চম দিনে যথাক্রমে ১০ ও ১১ সেপ্টেম্বরের টিকিট। প্রতিদিন দেয়া হবে প্রায় ৪৮হাজার টিকিট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি