ঢাকা, সোমবার   ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাস-ট্রেন-লঞ্চের টিকিট বিক্রিতে মাঠে আছে অনলাইন সেবাদাতা বেশকিছু প্রতিষ্ঠান

প্রকাশিত : ০৯:৫৭, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ০৯:৫৭, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

ঘনিয়ে আসছে ঈদ, চলছে অগ্রিম টিকিট বিক্রিও। আর এ নিয়ে ব্যস্ত সময় কাটছে পরিবহন সংশ্লিষ্টদের। যাত্রীদের ভালো সেবা দিতে বাস-ট্রেন-লঞ্চের টিকিট বিক্রিতে মাঠে আছে অনলাইন সেবাদাতা বেশকিছু প্রতিষ্ঠান। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে টিকিট বিক্রি। তবে এর আরো প্রসার চান অনলাইনে পরিবহন খাতের সেবাদাতারা। ঈদ এলেই শেকরের টানে বাড়িমুখী হন নগরবাসী। স্বজনের কাছে যেতে অনেক সময় পোহাতে হয় নানা ঝক্কি-ঝামেলা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হয় সোনার হরিণ হয়ে ওঠে বাস-ট্রেন-লঞ্চের টিকিট। তবে প্রযুক্তির বিকাশ অনেকটা সহজ করে দিয়েছে মানুষের জীবন-যাপন। চাইলে যে-কেউই এখন সেবা নিতে পারছেন অনলাইনে। মিলছে, বাস-ট্রেন-লঞ্চ কিংবা বিমানের অগ্রিম টিকিটও। সহজে, নির্বিঘেœ নামেমাত্র চার্জ নিয়ে সেবা দিচ্ছে জনপ্রিয় কিছু প্রতিষ্ঠান। সেবা প্রদানে কাজের প্রসার বৃদ্ধি করেছে এসব প্রতিষ্ঠান। আর অনলাইনে এখন অনেকেই সম্পৃক্ত হওয়ায় বেশ সাড়া পাওয়া যাচ্ছে বলে জানালেন এর সংশ্লিষ্টরা। অর্থ-সময় ও শ্রম সাশ্রয়ী যুগোপযোগি এই পদ্ধতি দ্রুত জনপ্রিয় করে তুলতে অনলাইন টিকেটিং-য়ে গুরুত্ব দেয়া হয় ক্রেতার চাহিদা। টিকিট পৌঁছে দেয়া হয় গ্রাহকের ঘরে। আগাম টিকিট কেনায় প্রতিবন্ধকতা দূর করতে ও সেবার মান বাড়াতে সরকার শিগগিরই নীতি নির্ধারণ করবে বলেও আশাবাদ জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি