‘শিল্প সম্পর্ক ও শ্রম ক্ষেত্রে উন্নয়ন, প্রেক্ষিত চট্টগ্রাম: পক্ষ সমূহের ভূমিকা’ বিষয়ে মতবিনিময় সভা
প্রকাশিত : ১৮:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৬
‘শিল্প সম্পর্ক ও শ্রম ক্ষেত্রে উন্নয়ন, প্রেক্ষিত চট্টগ্রাম: পক্ষ সমূহের ভূমিকা’ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে চট্টগ্রামে।
রোববার সকালে নগরীর একটি হোটেলে সভার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। এতে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিখাইল শিপার। সভায় কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করে যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। সভা শেষে জাহাজভাংগা শিল্পের মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন