কোর্সিকার সৈকতে বুরকিনির উপর নিষেধাজ্ঞা বহাল রাখল ফ্রান্সের আদালত
প্রকাশিত : ১১:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১১:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৬
কোর্সিকার সৈকতে বুরকিনির উপর নিষেধাজ্ঞা বহাল রাখল ফ্রান্সের আদালত।
গেল মাসে বুরকিনি বিষয়ে স্থানীয় যুবকদের সঙ্গে এক মুসলিম পরিবারের হাতাহাতির ঘটনার পর বুরকিনি অবৈধ ঘোষণা করেন স্থানীয় মেয়র। শেষমেশ জনসম্মুখে এ ধরণের পোশাককে অবৈধ বলে রায় দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষনে বলা হয়েছে এর মাধ্যমে স্থানীয়দের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে এবং জনশৃঙ্খলার স্বার্থে নিষেধাজ্ঞা বৈধ। এর আগে পর্যটন নগরী কানসহ দুইটি শহরে বুরকিনি বাতিল করা হয়। যদিও ফ্রান্সের বিভিন্ন শহরে এধরনের নিষেধাজ্ঞাকে ব্যক্তি স্বাধীনতা ক্ষুন্ন করার শামিল বলে উল্লেখ করে ফ্রান্সের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন










