ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ

প্রকাশিত : ১৪:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে কাজের তাগিদে শহরে বসবাসকারী মানুষ। সকাল থেকেই রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোয় মানুষের উপচেপড়া ভীড়। সময় মত ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানালেন অনেকে। তবে, যানজটসহ বিভিন্ন কারণে বাস ঠিক সময়ে না ছাড়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। ঈদ উপলক্ষে এবারও লম্বা ছুটি। তাই স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ভোরের আলো ফোটার আগেই অনেকে ছুটছেন বাড়ির পথে। মানুষের ভীড় ট্রেন এবং বাস টার্মিনালগুলোতে। বাড়ি ফেরা নিয়ে যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পরতে হলেও তা হাসিমুখে মেনে নিয়েছে তারা। কমালাপুর রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভীড় । ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে চলে আসেন যাত্রীরা। ঠিক সময় ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তিরর কথা জানালেন অনেকেই। তবে কিছুটা ভিন্ন চিত্র বাস টার্মিনালগুলোতে। মহাসড়কের বিভিন্নস্থানে যানজটের কারণে সময় মত বাস ঢাকায় প্রবেশ করতে পারছেনা। ফলে ছেড়ে যেতেও দেরী হচ্ছে। কিছুটা দূর্ভোগ পোহাতে হলেও বাড়ি ফেরার আনন্দে তা যেন ম্লান সবার কাছেই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি