ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

ইরাকের আইএসের রাসায়নিক অস্ত্রাগার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৫:৪২, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিমান হামলা চালিয়ে ইরাকের মসুলে আইএসের রাসায়নিক অস্ত্রাগার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট। পেন্টাগন জানায়, মসুল শহরের ওষুধ তৈরির একটি কারখানাকে রাসায়নিক অস্ত্র তৈরির জন্য ব্যবহার করে আসছিল আইএস। ক্লোরিন ও মাস্টার্ড গ্যাস ব্যবহার করে ক্ষতিকর অস্ত্র তৈরি হতো ওই কারাখানায়। ভবনটি আইএসের সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয়েছে। কারখানা ছাড়াও ওই এলাকায় আইএসের ৫০টিরও বেশি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। সম্প্রতি সিরিয়া ও ইরাকে আইএসের রাসায়নিক অস্ত্রের হামলায় প্রাণ হারায় অনেক বেসামরিক মানুষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি