ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

দিনাজপুরের স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ

প্রকাশিত : ২০:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ২০:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলা হিলি কাষ্টমস সিএন্ডএফএজেন্ট এসোসিয়েশনের সচিব জানিয়েছে, ১১ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টে যাত্রি পারাপার চালু থাকবে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বন্দরের আমদানি রফতানিসহ সকল কার্যক্রম পুনরায় শুরু হবে। এছারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েও আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি