ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

যানজটমুক্ত ঢাকায় স্বস্তিতে যাতায়াত করছেন নগরবাসী

প্রকাশিত : ১৭:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ঈদের ছুটিতে যানজটমুক্ত ঢাকায় স্বস্তিতে যাতায়াত করছেন নগরবাসী। ফাঁকা পেয়ে প্রধান সড়ক গুলোতে চলছে রিক্সা। এরকম ফাঁকা রাস্তা পেয়ে খুশী রিক্সা চালক ও যাত্রীরা। এদিকে, আজও বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছেড়েছে। বেলা ১১ টা রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক পান্থপথ মোড়ের চিত্র অন্যদিনের তুলনায় একেবারেই ভিন্ন। ফাঁকা রাস্তায় এফ এম রেডিও বাজিয়ে আয়েশি ঢংয়ে চলছে গাড়ী। রাজধানীর প্রায় সব রাস্তারই চিত্র এরকমই। তাইতো রাজপথেও রিক্সার ছড়াছড়ি। দুপুর ১২টায় বঙ্গবাজার এলাকার চিত্র এটি। নেই চিরচেনা ব্যস্ততা। এদিকে ঈদের আগে যানজট ও নানা ব্যস্ততায় যাদের বাড়ী ফেরা হয়নি তারা আজ যাচ্ছেন বাড়ি। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের ভিড় ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি